আমফানের ক্ষত নিয়ে "প্রাণ" ফিরল বামনখালি হাইস্কুলে - COVID-19
🎬 Watch Now: Feature Video
মন খারাপের 11 মাস শেষ করে আবার ক্লাসরুমে পড়ুয়াদের ভিড় । করোনা আতঙ্ক কাটিয়ে স্কুল খুলেছে । ঘণ্টার শব্দে যেন জাগিয়ে দিয়েছে ঘুমন্তপুরীকে । আমফানের ক্ষতের স্মৃতি নিয়ে জেগে উঠেছে গঙ্গাসাগরের বামনখালি এমপিপি হাইস্কুল ।