thumbnail

তাজপুর সহ একাধিক এলাকায় সমুদ্রবাঁধ নির্মাণের কাজ শুরু

By

Published : Aug 21, 2020, 8:41 PM IST

বিপর্যয় এড়াতে বোল্ডার ও পাথর ফেলে সমুদ্রের বাঁধ মেরামতির কাজ শুরু করল ব্লক প্রশাসন । চাঁদপুর ,শংকরপুর, তাজপুর, জলধা , জামুয়া, শ্যামপুর, কাইমা সহ সমুদ্র উপকূল এলাকায় পাথর ও বোল্ডার দিয়ে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে । তাজপুর থেকে শংকরপুর পর্যন্ত সমুদ্র বাঁধের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল । আমফানের সময় জলোচ্ছ্বাসের ধাক্কায় এই বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছিল । কিন্তু লকডাউনের জেরে সমুদ্র বাঁধ সারাইয়ের কাজ করে উঠতে পারেনি ব্লক প্রশাসন । সম্প্রতি জোড়া নিম্নচাপ ও কোটালের জোয়ারের সময় দুর্বল বাঁধের অংশ দিয়ে সমুদ্রের জল এলাকায় ঢুকতে শুরু করছে । তাজপুর সহ বিভিন্ন এলাকায় বাঁধ টপকে ঢুকে পড়ছে সমুদ্রের নোনা জল। যার ফলে চাষের জমি, পুকুর, মাছের ভেড়ি প্লাবিত হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেচ দপ্তর বাঁধের দুর্বল অংশে বোল্ডার ফেলে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে । তবে আতঙ্কিত বাসিন্দারা । সমস্যার স্থায়ী সমাধানের জন্যে কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানিয়েছেন তাঁরা । রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র আজ এলাকায় পরিদর্শনে যান ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.