Yash Dasgupta : শুটিংয়ের ফাঁকে অনুরাগীদের মাঝে যশ - যশ দাশগুপ্ত
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13135909-517-13135909-1632295154602.jpg)
শুটিংয়ের ফাঁকে অনুরাগীদের মাঝে যশ দাশগুপ্ত ৷ দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডের একটি হোমে পৌঁছে গেলেন অভিনেতা ৷ 6 থেকে 18 বছর বয়সী মেয়েদের এখানে রাখা হয় ৷ দুস্থ ও অসহায় বালিকা এবং কিশোরীরারা এখানে থাকা-খাওয়ার সুযোগ পায় ৷ সেইসঙ্গে চলে পড়াশোনাও ৷ প্রিয় নায়ককে হঠাৎ নাগালে পেয়ে তারা সকলেই ভীষণ খুশি ৷ সময়টা ভাল কাটালেন যশও ৷ অনুরাগীদের দাবি মেনে দিলেন অটোগ্রাফ ৷ খুদে ভক্তরাও নায়ককে তাঁরই ছবির সংলাপ শোনাল ৷