Dev: সর্বভারতীয় দল হিসেবে মাঠে নামছে তৃণমূল, বন্যা পরিদর্শনে এসে মন্তব্য দেবের - flood affected area
🎬 Watch Now: Feature Video
সাংসদ তথা অভিনেতা দেব সবং, ডেবরা এবং ঘাটালের বিস্তৃণ এলাকা পরিদর্শন করেন ৷ সাধারণ মানুষের হাতে তুলে দেন ত্রাণ ও ক্ষতিপূরণ। তিনি বলেন, "এই বন্যা পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে রাজনৈতিক মঞ্চ ছেড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। " ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সম্পর্কে দেব জানান, তাঁর জয় আগেই নিশ্চিত ছিল ৷ শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে। আমরা সর্বভারতীয় হিসেবে নামতে চলেছি ৷ যা শুধু সময়ের অপেক্ষা।