কলকাতায় এলেন সুনীল অরোরা, শুক্রবার জানাবেন নির্বাচনের রূপরেখা - কলকাতায় এলেন সুনীল অরোরা
🎬 Watch Now: Feature Video
বুধবার কলকাতায় এলেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। আজ সন্ধ্যাবেলায় তিনি কলকাতা বিমানবন্দরে নামেন। একুশের বিধানসভা নির্বাচন কিভাবে সম্পন্ন হবে তা খতিয়ে দেখতে তিনি কলকাতায় এসেছেন। এদিন কলকাতায় আসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কলকাতা বিমানবন্দরে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 22 জানুয়ারি সাংবাদিক বৈঠক করে তিনি জানাবেন বিধানসভা নির্বাচনের রূপরেখা কি হতে চলেছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারদের সঙ্গেও বৈঠক করবেন। বৃহস্পতিবার কমিশনের ফুলবেঞ্চ দু’দফায় বৈঠক করবে । জেলা শাসক ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে তিনি ডিজি এবং মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন ৷