"যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি" - Abhishek Banerjee warns to opposition
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9705464-thumbnail-3x2-wb-pic.jpg)
বিধানসভা ভোটের দামামা বেজে উঠেছে । শাসক-বিরোধী তরজা জোর তুঙ্গে । তারই মধ্যে বিরোধীদের আক্রমণ করে বজবজের দলীয় সভা থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূল কংগ্রেসের দলটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের দল । এখানে যারা আসে তারা ত্যাগ করে, সংগ্রাম করে হাজার প্রতীক্ষা কৃচ্ছসাধনের মাধ্যমে দল করে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করেছে । আবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী করা শুধুমাত্র সময়ের অপেক্ষা । যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি । এটা মাথায় রেখো ।"