India Tour By Bicycle : জল সংরক্ষণ ও গাছ বাঁচানোর বার্তা নিয়ে সাইকেলে ভারত ভ্রমণ যুবকের - সাইকেলে ভারত ভ্রমণের পথে উত্তর 24 পরগনার যুবক
🎬 Watch Now: Feature Video
জলের অপচয় রোধ ও গাছ লাগানোর বার্তাকে সামনে রেখে নেতাজির 125তম জন্মবার্ষিকীর দিনে ভারত ভ্রমণে বেরিয়ে পড়লেন এক যুবক ৷ গত 23 জানুয়ারি নিজের দু'চাকার পরিবেশবান্ধব যান নিয়ে ভারত দর্শনে (India Tour By Bicycle) বেরিয়েছেন উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার অরূপ বিশ্বাস ৷ প্রায় দু'শো কিলোমিটার পথ অতিক্রম করে ইতিমধ্যেই দুর্গাপুরে পৌঁছে গিয়েছেন তিনি । এরপর আসানসোল হয়ে ভিন রাজ্যে পৌঁছে যাবেন অরূপ । এর আগেও অনেকে সাইকেলে ভারত ভ্রমণ করেছেন ৷ তাঁদের দেখেই অনুপ্রাণিত হয়ে অরূপের মনে ভারত ভ্রমণের চিন্তা আসে । আগামী 18 মাস ধরে দেশের প্রায় সমস্ত রাজ্য পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে জলের অপচয় রোধ ও গাছ লাগানোর বার্তা পৌঁছে দেবেন তিনি ।