thumbnail

By

Published : Nov 5, 2019, 6:33 AM IST

Updated : Nov 5, 2019, 9:11 AM IST

ETV Bharat / Videos

মিলেছে রাষ্ট্রপতি পুরস্কার, পেটের তাগিদে মেলায় হকারি করেন পটশিল্পী

বেশ কিছু বছর আগে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার । তাঁর মা'ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পটশিল্পী । কিন্তু তাতে কী ? আজকাল পটচিত্রের চাহিদা না থাকায় পেটের তাগিদে মেলায় হকারি করছেন পশ্চিম মেদিনীপুরের ভাটু চিত্রকর । মেলায় তাঁর স্টলে রয়েছে হরেক রকমের পটচিত্র । যাতে গাঁথা রয়েছে নানা গল্পকথা । কিন্তু এসব বিক্রি করতেই কালঘাম ছুটে যায় তাঁর । আজকাল ডিজিটাইজেশনের যুুগে এসব শিল্পের গুরুত্ব ক'জনই বা বোঝে । ক'জন যানে পটচিত্রের কথা । এবিষয়ে জিজ্ঞেস করতে গেলেই অভিমানের সুরে তিনি বলেন, "কে বোঝে আজকাল এই শিল্পের গুরুত্ব ? খুব কম মানুষ । তাতেও কাজ চলে না । পেট চলে না ওই সম্মান বা স্মারক দিয়ে ।" আর সরকারি সহায়তা? তাঁর কথায়, "ও যা মেলে তাতে সংসার চলে না একেবারেই । শিল্পের গুরুত্বটাই আজকাল কেউ বোঝে না ।" কথা বলতে বলতেই ফের নিজের কাজে লেগে পড়লেন তিনি । জানালেন অনেক শহর, অনেক রাজ্য ঘুরলেও তেমন কিছুই মেলেনি । সুদিন আসার স্বপ্ন তিনি আর দেখেন না । এভাবেই জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে চান রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই অসামান্য শিল্পী । দেখুন ভিডিয়ো ...
Last Updated : Nov 5, 2019, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.