ধোয়া ওঠা এক কাপ চা, সঙ্গে নলেন গুড়ের গন্ধ আর ঠান্ডার আমেজ - মাটির ভাঁড়ে নলেন গুড়ের চা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10252305-thumbnail-3x2-tea.jpg)
বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে সঞ্জিত শীলের চায়ের দোকানে সাধারণ লাল চা বা দুধ চায়ের দামেই মিলছে নলেন গুড়ের চা । মাটির ভাঁড়ে বিক্রি হচ্ছে চা । ছোটো ভাঁড় 5 টাকা ও বড় ভাঁড় 10 টাকা । দিনদিন চাহিদাও বাড়ছে নলেন গুড়ের চায়ের । স্থানীয়রা তো বটেই জেলার দূর-দূরান্ত থেকে চা-প্রেমিরা আসছেন বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে সঞ্জিত শীলের চায়ের দোকানে । শীতের সকালে এই স্পেশাল চায়ের স্বাদ নিতে লম্বা লাইন পড়ে যায় ।