সবসময় মাস্ক ব্যবহার করুন, করোনা সেজে বার্তা গৃহশিক্ষকের - করোনা ভাইরাসের বেশে নদিয়ার রাস্তায় গৃহশিক্ষক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 30, 2021, 12:13 PM IST

মাস্ক ছাড়া রাস্তায় বেরোচ্ছেন ? সতর্ক থাকুন ৷ কারণ, মাস্ক না পরলেই জাপটে ধরবে করোনা ভাইরাস । এমন ভাবেই করোনা ভাইরাস সেজে সচেতনতার বার্তা নিয়ে হেঁটে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন 61 বছরের গৃহশিক্ষক অরবিন্দ প্রামাণিক । একশ্রেণির মানুষ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অযাচিত ঘুরে বেড়াচ্ছেন অপ্রয়োজনে ৷ তাঁদেরই শিক্ষা দিতে, সত্যের জন্য মিথ্যের আশ্রয় নিয়েছেন তিনি । সারা দেহে পিচ বোর্ডের বাক্সে লেখা বিভিন্ন সতর্কতামূলক বার্তা, মাথায় হেলমেট আর তার সঙ্গে সেটিং করা রংবেরঙের প্লাস্টিক বল, মুখে অদ্ভুত ভয়ঙ্কর মুখোশ । এই অবস্থায় রাস্তায় বেরিয়ে তিনি বলছেন, আমি করোনা ছুঁয়ে দিলে তুমিও হবে পজিটিভ । মজার হলেও এই দুশ্চিন্তায়, বেশ কিছু মানুষ ঘর থেকে বেরোনোর সাহস পাচ্ছেন না আর এতেই সফলতা মিলছে বলে দাবি অরবিন্দবাবুর ৷ তিনি নিজের করোনার নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে রাস্তায় প্রচারে নামেন।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.