Monkey Doctor : প্রকাশ্যে বুজরুকি, বাঁকুড়ার গ্রামে রোগী দেখছে বাঁদর - বাঁকুড়ার ইন্দাসে রোগী দেখছে বাঁদর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14078817-thumbnail-3x2-monkeyghj.jpg)
আচ্ছা, বাঁদর যদি চিকিৎসক হয় তাহলে তার কাছে রোগ দেখাতে যাবেন ? না, কোনও গল্প নয় ৷ বাঁকুড়ার (bankura news) ইন্দাস ব্লকের জয়নগর গ্রামে রোগী দেখছে বাঁদর (a monkey examine patients at bankura) ৷ বিষয়টি মজার হলেও এটা আমাদের কাছে চরম লজ্জার ৷ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, ডিজিটাল ইন্ডিয়ার যুগেও বাঁদর আমাদের চিকিৎসক ৷ বিজ্ঞানের যুগে রোগী দেখে প্রেসক্রিপসন দিচ্ছে বাঁদর ৷ স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন ৷