আসানসোলের কাজোড়া ব্রিজে চলন্ত গাড়িতে আগুন - চলন্ত গাড়িতে আগুন লাগল অন্ডালে
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7736534-349-7736534-1592907194276.jpg)
চলন্ত গাড়িতে লাগল আগুন । অল্পের জন্য প্রাণে বাঁচল একই পরিবারের চার সদস্য । অন্ডাল থানার কাজোড়া ব্রিজের ঘটনা । দু্র্ঘটনায় আটকে পড়ে যান চলাচল । ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় । কিছু পরেই আগুন নিয়ন্ত্রণে আসে । খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ আসে । ক্ষতিগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে ।