মুর্শিদাবাদে প্রথম কোরোনার টিকা পেলেন সাফাইকর্মী - Coronavirus vaccination in Murshidabad
🎬 Watch Now: Feature Video
আজ থেকে সারা দেশ জুড়ে শুরু হল কোরোনা ভাইরাসের টিকাকরণ । মুর্শিদাবাদে এক সাফাইকর্মীকে প্রথম টিকা দেওয়া হয় । টিকা নিয়ে ভয়ের কিছু নেই বলে জানান ওই সাফাইকর্মী । প্রথম দফায় 26টি কেন্দ্র থেকে 37 হাজার টিকা দেওয়া হবে । জেলায় মোট এক হাজার 300 জন কোরোনা যোদ্ধাকে আজ টিকা দেওয়ার কথা ।