600 কিমি তো কম, প্রয়োজনে 1000 কিমি সড়কপথে যাব : রাজ্যপাল - Governor Slams state Govornment
🎬 Watch Now: Feature Video
একটি কলেজের অনুষ্ঠানে যোগ দিতে ফরাক্কা যাওয়ার জন্য রাজ্যপাল রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চেয়েছিলেন । কিন্তু প্রশাসনিক কারণে তা দেওয়া সম্ভব নয় বলে জানায় রাজ্য সরকার । এই ঘটনায় উষ্মা প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ বর্ধমানে তিনি বলেন, "600 কিলোমিটার তো কম , প্রয়োজনে আপনাদের রাজ্যপাল সড়কপথে হাজার কিলোমিটারও যেতে পারেন । "