বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, আহত 60 - বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে
🎬 Watch Now: Feature Video
বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা । আজ সকালে দিঘা থেকে মধ্যমগ্রাম যাওয়ার সময় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দুর্গানগর ঢালাই কারখানা বাসস্ট্যান্ডের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ রেলিং ভেঙে ডিভাইডারের উপর ঝুলতে থাকে। দুর্ঘটনায় বাসের ভিতরে থাকা 60 জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে নিমতা থানার পুলিশ। পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে স্থানীয়দের অনুমান, বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা।