রানিগঞ্জে মারুতি-ট্রাকের সংঘর্ষে আহত 6 - RANIGANJ ACCIDENT
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10061891-686-10061891-1609341303980.jpg)
রানিগঞ্জে দু'নম্বর জাতীয় সড়কে মারুতি ও ট্রাকের সংঘর্ষ ৷ দুর্ঘটনায় আহত হয়েছে ছ'জন ৷ আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ ৷ মারুতিটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় তারা ৷ সূত্রের খবর, দুর্গাপুর থেকে মারুতিটি আসানসোলের দিকে যাচ্ছিল ৷ সেই সময় একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা মারে মারুতিটি ৷