কেষ্টপুরে 514 বছরের মাছের মেলা
🎬 Watch Now: Feature Video
রুই, কাতলা, ইলিশ, ভেটকি, চিংড়িসহ বিভিন্ন ধরনের মাছের মেলা হয় দেবানন্দপুরের কেষ্টপুরে । প্রায় 514 বছরের পুরোনো মেলায় প্রায় 40-50 কিলো ওজনের মাছ পাওয়া যায় । প্রায় কয়েকশো বছর আগে গোবরধন মজুমদারের ছেলে রঘুনাথ দাস গোস্বামী বৈষ্ণব ধর্ম গ্রহণ করে সন্ন্যাসী হয়ে সংসার ত্যাগ করেন । দীর্ঘদিন পর রঘুনাথ বাড়ি ফেরার আনন্দে গ্রামের মানুষ বৈষ্ণব ধর্মের মানুষকে খাওয়া দাওয়ার জন্য আমন্ত্রণ করেন । তখন রঘুনাথ দাস গোস্বামীকে পরীক্ষার জন্য তাঁর ভক্তরা ইলিশ এবং আম খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন । জাল ফেলে জোড়া ইলিশ এবং গাছ থেকে জোড়া আম নিয়ে আসা হয় । এরপর থেকেই শুরু হয় মাছের মেলা । প্রতি বছর রাধাগোবিন্দের এই মন্দিরে পয়লা মাঘ এই মেলার আয়োজন হয় । এই মেলাকে উত্তরায়ন মেলাও বলেন ভক্তরা । প্রায় 50 জন ব্যবসায়ী বিভিন্ন ধরণের মাছ এনে সাজিয়ে বসেন । হুগলি ছাড়াও বর্ধমান, দুই 24 পরগনার বহু মানুষ এই মেলায় আসেন ।