Durga Puja : কঙ্কালীতলায় 51 কুমারীর পুজোয় শিকেয় উঠল করোনাবিধি - কুমারীপুজো
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুজোর পর প্রথা মেনে ত্রয়োদশী তিথিতে 51 কুমারীর পুজো হল 51 সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলায় ৷ পুজোর বয়স 47 বছর ৷ সোমবার জেলার নানা প্রান্ত থেকে 51 টি শিশুকন্যাকে এখানে নিয়ে আসেন তাদের বাবা-মায়েরা ৷ তারপর তাদের দেবী রূপে পুজো করা হয় ৷ তবে চিন্তার বিষয় হল, পুজোস্থলে করোনাবিধি মানার কোনও বালাই ছিল না ৷ এখনও শিশুদের জন্য বরাদ্দ কোভিড টিকা বাজারে আসেনি ৷ সেখানে সম্পূর্ণ অসুরক্ষিতভাবে এতগুলি শিশুকে এভাবে পুজোর জন্য নিয়ে আসায় শিশুদের মধ্যে সংক্রমণের আশঙ্কা নিঃসন্দেহে বাড়ল ৷ ভিড় সংক্রমণ ছড়াতে পারে প্রাপ্তবয়স্কদের মধ্যেও ৷