Kali Pujo 2021 : সোনামুখীতে 500 বছরের ঐতিহ্য মেনে চলছে মাই-তো কালীপুজো

🎬 Watch Now: Feature Video

thumbnail
কোনও এক সময় বর্গী সর্দার হুংকার দিয়ে বলেছিলেন 'মাই-তো কালী হ্যায়' ৷ তারপর তারা চলে গেলেও রয়ে গিয়েছেন বাঁকুড়ার সোনামুখীবাসীর 'মাই-তো কালী' ৷ 500 বছরের ঐতিহ্য বজায় রেখে আজও পুজো হচ্ছে মা কালীর । দূর-দূরান্ত থেকে মায়ের টানে ভক্তেরা আসেন এখানে ৷ পুজো উদ্যোক্তারা জানালেন সমস্ত রকম কোভিড বিধি এবং হাইকোর্টের নির্দেশিকা মেনে তাঁরা এবছর পুজোর আয়োজন করেছেন । কোচডিহি থেকে 42 জন বেহারা এসে মাকে সোনামুখী শহর ঘোরাবে, তারপর বিসর্জন হবে 'মাই-তো কালী'র ৷ পুজোর বাজেট এবার 3 লক্ষ টাকা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.