নির্বাচনের প্রস্তুতি শুরু, আসানসোলে পৌঁছাল ভিভিপ্যাট - 4500 number of VVPAT comes at asansol
🎬 Watch Now: Feature Video
পশ্চিম বর্ধমান জেলায় এসে পৌঁছাল ভিভিপ্যাট । মহারাষ্ট্র থেকে বেশ কয়েকটি লরিতে মোট 4,500টি ভিভিপ্যাট আসানসোলে এসে পৌঁছায় । জেলার প্রশাসনিক প্রতিনিধিদের তদারকিতে কন্যাপুরে স্থিত স্ট্রংরুমে ওই ভিভিপ্যাটগুলি রাখা হয়েছে । আজ সমস্ত দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই ভিভিপ্যাট গুলি স্ট্রং রুমে সিল করে রাখা হয় । রাজনৈতিক দলের প্রতিনিধিরা কোনও অভিযোগ করেননি ।