মোবাইল টাওয়ারের ব্যাটারি-যন্ত্রাংশ চুরিকাণ্ডে গ্রেফতার 4 মহিলা - মোবাইল টাওয়ারের ব্যাটারি-যন্ত্রাংশ চুরি
🎬 Watch Now: Feature Video
কাঁকসায় মোবাইল টাওয়ারের বহুমূল্য ব্যাটারি ও যন্ত্রাংশ চুরির ঘটনায় কাঁকসা থানার পুলিশ আরও দুজন মহিলাকে গ্রেফতার করল । এই নিয়ে মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ । গত 28 মে কাঁকসার বনকটি এলাকার একটি BSNL মোবাইলের টাওয়ারের অফিস থেকে মূল্যবান যন্ত্রাংশ ও ব্যাটারি চুরির ঘটনায় স্থানীয়রা দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন ।কাঁকসা থানার পুলিশ দুই মহিলা চোরকে আটক করে নিয়ে আসে কাঁকসা থানায় । জিজ্ঞাসাবাদের পর কাঁকসা থানার পুলিশ চুরির ঘটনায় জড়িত থাকায় আরও দুই মহিলাকে সোমবার গ্রেফতার করে । মঙ্গলবার ধৃত মহিলাকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।