অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ তিন শতাধিক তৃণমূল কর্মীর - অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ তিন শতাধিক তৃণমূল কর্মীর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7862218-735-7862218-1593695067977.jpg)
অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তিন শতাধিক তৃণমূল কর্মী ৷ বৃহস্পতিবার নওদার তিন শতাধিক তৃণমূল কর্মী শিবির বদল করে কংগ্রেসে যোগ দেন । বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন অধীর চৌধুরি । তিনি বলেন, মুর্শিদাবাদ জেলাজুড়ে তৃণমূলের ভাঙন অব্যাহত । কংগ্রেস আবার তার পুরোনো অবস্থানে যাবে । তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।