অসুস্থ মায়ের মাথায় জলপট্টি, একরত্তি শিশুর মানবিকতায় হতবাক পথচলতি মানুষ
🎬 Watch Now: Feature Video
মা অসুস্থ ৷ মাথা তুলতে পারছে না ৷ এই পরিস্থিতিতে কী করা উচিত তা বোঝার মতো বয়স হয়নি ওর ৷ কিন্তু, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের জামা, প্যান্ট খুলে কলের জলে ভিজিয়ে মায়ের মাথায় জলপট্টি দিল বছর তিনেকের শিশু ৷ ঘটনা জলপাইগুড়ি থানা এলাকার ৷ থানার সামনের এই ঘটনা আজ ক্যামেরাবন্দী হয় ৷ একরত্তি শিশুর এই কাণ্ড দেখে চোখে জল চলে আসে পথচলতি অনেকের ৷ জানা গেছে, রেখা নামের ওই মহিলা পরিচারিকার কাজ করতেন ৷ কিন্তু লকডাউনের জেরে কাজ হারিয়েছেন ৷ পারিবারিক সমস্যাও রয়েছে ৷ এই পরিস্থিতিতে অসহায় ওই মহিলা গতকাল থেকে থানার প্রতীক্ষালয়ে আশ্রয় নিয়েছেন ৷ আজ খবর পেয়ে ওই মহিলাকে দেখতে আসেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে কথা বলেন ৷ জলপাইগুড়ি পৌরসভার ভবঘুরেদের জন্য তৈরি ভবনে তাঁর থাকার ব্যবস্থা করে দেন।