কোরোনা মোকাবিলায় 200 কোটির ফান্ড রাজ্য সরকারের ; মুখ্যমন্ত্রী - 200 crore fund to prevent corona virus in west bengal
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6436831-thumbnail-3x2-mmm.jpg)
নবান্নে কোরোনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল সেই বৈঠক হয়। উপস্থিত ছিলেন প্রায় সব দপ্তরের মন্ত্রী ও সচিবরা । মুখ্যমন্ত্রী জানান, "কোরোনা ভাইরাস মোকাবিলায় 200 কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছে ৷ এই টাকায় আমরা ড্রেসসহ নানা সরঞ্জামের অর্ডার করেছি ৷"
TAGGED:
MAMATA VIDEO