পর্যটকদের গাড়ি ব্যবহার করে পাচারের চেষ্টা ! উদ্ধার 5 লাখ টাকার গাঁজা
🎬 Watch Now: Feature Video
পুলিশি তৎপরতায় বানচাল হল টুরিস্ট গাড়ি ব্যবহার করে গাঁজা পাচারের ছক । গতকাল জলপাইগুড়ির গোশালামোড় এলাকা থেকে 45 কেজি গাঁজা সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ নাম রঞ্জন রায় ও সনোজ কুমার । বাড়ি বিহারের হাজিবপুরে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এই গাঁজা অসম থেকে বিহারে নিয়ে যাওয়া যাচ্ছিল ৷ উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা ৷