প্রধানমন্ত্রীর জন্মদিনে 11 হাজার কমলাভোগ বিতরণ করবে রাজ্য BJP - 11 thousand kamal bhog distribute On occasion PM birthday
🎬 Watch Now: Feature Video
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 69তম জন্মদিন উপলক্ষ্যে 11 হাজার কমলাভোগ বিতরণ করবে রাজ্য BJP ৷ আজ মুরলিধর সেন লেনের BJP-র সদর কার্যালয় থেকে এই কমলাভোগ বিলি করা হবে ৷ এছাড়াও প্রধানমন্ত্রীর ফোটোর সামনে রাখা হবে পাঁচ রকমের বিশেষ পদ ৷