ধুপগুড়িতে জমি নিয়ে সংঘর্ষে জখম ব্যক্তি - ধূপগুড়ি ব্লক
🎬 Watch Now: Feature Video
জমি নিয়ে সংঘর্ষের জেরে জখম হল এক ব্যক্তি । রবিবার ঘটনাটি ধুপগুড়ি ব্লকের খুট্টিমারি এলাকার । দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল দুই শরিক ইয়াসিন আলি ও জাকির হোসেনের মধ্যে ৷ আজ তাদের মধ্যে জমির ধান কাটা নিয়ে মারপিট হয় ৷ এরপর এলাকাবাসীদের অনেকে ইয়াসিন ও জাকিরের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷ সংঘক্ষে জখম হন দীনবন্ধু রায় । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় । ধুপগুড়ি থানার পুলিশ ইয়াসিনের বিবি রানী খাতুন এবং অন্য এক মহিলা ফরিদা খাতুনকে গ্রেপ্তার করেছে ৷
Last Updated : Nov 11, 2019, 6:58 AM IST