খেলরত্নের জন্য মনোনয়ন, আপ্লুত হিটম্যান - বিসিসিআই
🎬 Watch Now: Feature Video
সীমিত ওভারের ক্রিকেটে ব্যাট হাতে বেশ কয়েকবছর ধরে তাঁর পারফরমেন্স অনবদ্য ৷ তাই ক্রীড়াজগতের সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধি খেলরত্নের জন্য রোহিত শর্মার নাম মনোনীত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ এতে আপ্লুত এবং সম্মানিতবোধ করছেন ভারতীয় দলের ওপেনার ৷ BCCI -এর পাশাপাশি তাঁর অসংখ্য সমর্থককেও ধন্যবাদ জানিয়েছেন হিটম্যান ৷