কাতারের ঐতিহ্য দেখা যাবে আল রায়ান স্টেডিয়ামের নির্মাণশৈলীতে - Football stadium
🎬 Watch Now: Feature Video
আহমেদ বিন আলি স্টেডিয়াম বর্তমানে আল রায়ান স্টেডিয়াম নামে পরিচিত ৷ 2022 কাতার ফুটবল বিশ্বকাপের অন্যতম সেরা স্টেডিয়াম আল রায়ান ৷ দোহার উত্তর-পশ্চিম 20 কিলোমিটার দূরে মরুভূমির ধারে অবস্থিত এই স্টেডিয়ামটি ৷ প্রথমে ঠিক করা হয় ঐতিহাসিক আহমেদ বিন আলি স্টেডিয়ামকেই নতুন করে সংস্কার করা হবে ৷ কিন্তু, পরবর্তীকালে এই সিদ্ধান্তের পরিবর্তন করা হয় ৷ একটি সম্পূর্ণ নতুন স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় ৷ পুরাতন আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলা হয় 2014 সালে ৷ 2016 সালে এখানে নতুন স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয় ৷ দেশের বৃহত্তম শপিং মল ‘‘মল অফ কাতার’’ এখানেই অবস্থিত ৷ স্টেডিয়ামটির নির্মাণশৈলী জ্যামিতিক আকারের মতো যা প্রায়শই ইসলামি স্থাপত্যে দেখতে পাওয়া যায় ৷ এছাড়া এর নকশা কাতারে উৎপাদিত সূক্ষ্ম হস্তশিল্পকে প্রতিফলিত করে । আল রায়ান স্টেডিয়াম কাতারের গল্প বলে ৷ এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যটি হল, স্টেডিয়ামের সামনেটি দেখতে উজ্জ্বল জালের মতো ৷ যেটা দেশের বিভিন্ন ঐতিহ্যকে চিহ্নিত করে ৷ আল রায়ান স্টেডিয়ামটির প্রায় 90 শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷