অ্যামেরিকাতে মোহনবাগান দিবস, টাইমস স্কয়্যারের বিলবোর্ড রাঙল সবুজ মেরুনে - নিউইয়র্ক টাইমস স্কয়্যার
🎬 Watch Now: Feature Video
মোহনবাগান সমর্থকদের কাছে 29 জুলাই দিনটির গুরুত্বই আলাদা । কোরোনা আবহে আজ ঘটা করে মোহনবাগান দিবস পালন না হলেও সবুজ মেরুন সমর্থকদের সব আক্ষেপ পুষিয়ে দিল একটি ঘটনা । মোহনবাগান দিবস উপলক্ষ্যে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়্যারের বিলবোর্ডে ফুটে উঠল সবুজ মেরুন রং । ইংরেজি ও বাংলায় শতাব্দী প্রাচীন ক্লাবের নাম, লোগো ও প্রতীকে সেজে উঠেছে NASDAQ বিলবোর্ড । ক্লাবের বিভিন্ন মুহূর্তের টুকরো টুকরো কোলাজও দেখাবে NASDAQ ।