নৈশালোকে গোলাপি বলের টেস্ট, সাজছে ইডেন - Eden Garden
🎬 Watch Now: Feature Video
নৈশালোকে গোলাপি বলের টেস্ট ম্যাচ ৷ ভারত-বাংলাদেশের এই খেলা ঘিরে আগ্রহ তুঙ্গে। ইডেনকে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে । প্রথমবার নৈশালোকে টেস্ট । এমন দৃশ্য আগে কোনও দিন দেখেননি দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। 22 নভেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই টেস্ট ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ৷