ক্যাপ্টেন হিসেবে ধোনির উচ্চতা এভারেস্টের সমান, লেফটেন্যান্ট কর্নেল ধোনিকে স্যালুট শাস্ত্রীর - ধোনি
🎬 Watch Now: Feature Video
"স্বাধীনতা দিবসে ক্রীড়া জগতের প্রকৃত বাদশার অসাধারণ কেরিয়ারের সূর্য অস্তমিত হল । একজন নেতা ও ক্যাপ্টেন হিসেবে এমএস ধোনির উচ্চতা মাউন্ট এভারেস্টের সমান ।" ধোনির বিদায়ে ঠিক এভাবেই কুর্নিশ জানালেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী । ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল ধোনিকে স্যালুট জানিয়েছেন তিনি ।