টোকিয়ো অলিম্পিক নিয়ে আত্মবিশ্বাসী ব্যাডমিন্টন তারকা চিরাগ শেট্টি - ব্যাডমিন্টন
🎬 Watch Now: Feature Video
বেশ কয়েকবছরে দেশের উঠতি ব্যাডমিন্টন তারকা হিসেবে উঠে এসেছেন চিরাগ শেট্টি ৷ 22 বছরের এই ডাবলস খেলোয়াড় ইতিমধ্যেই কমনওয়েলথে জোড়া পদক জিতেছেন ৷ সাত্বিকরাজ রেড্ডির সঙ্গে জুটি বেঁধে টোকিয়ো অলিম্পিকেও জায়গা করে নিতে আত্মবিশ্বাসী মুম্বইয়ের শাটলার ৷ অলিম্পিক স্বপ্ন থেকে কোর্টে সাত্বিকরাজের সঙ্গে তাঁর রসায়ন, সব নিয়ে ETV ভারতের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিরাগ শেট্টি ৷