ICCর বর্ষসেরা স্টোকস , স্পিরিট অফ ক্রিকেট বিরাট - Rohit Sharma
🎬 Watch Now: Feature Video
ঘোষিত হল ICC-র বর্ষসেরা পুরস্কার । এবছর বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য বেন স্টোকস । এছাড়া বাকি পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন রোহিত শর্মা , বিরাট কোহলি , দীপক চাহার , মারনাস লাবুশেন ও কাইল কোয়েতজ়ার ।