ক্রোমার আচারণ খেলোয়াড়সুলভ নয়, বিস্ফোরক লাল হলুদ কোচ - Kromah is not sporty
🎬 Watch Now: Feature Video
ক্রোমাকে নিয়ে যে তিনি সন্তুষ্ট নন তা আরও একবার স্পষ্ট করে দিলেন ইস্টবেঙ্গল কোচ মারিও রিবেরা ৷ বললেন, "দলের জয়ে যে ফুটবলারের মনোক্ষুণ্ণ হয়, তাঁকে আমি খেলোয়াড়সুলভ মনে করি না ।" চার্চিলের বিরুদ্ধে নামার আগে আনসুয়োমা ক্রোমা নিয়ে নিজের মতামত আজ সাফ জানিয়ে রাখলেন লাল-হলুদ কোচ । কোচের এই মন্তব্য, ময়দান থেকে ক্রোমার বিদায়ের পথ প্রশস্ত করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷