49-এ পা, সমর্থকদের শুভেচ্ছার বন্যায় ভাসলেন সৌরভ - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের আজ 49 তম জন্মদিন ৷ সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন ৷ তাঁর জন্মদিন উপলক্ষে সকালে বিভিন্ন জায়গা থেকে অনুগামীরা এসে তাঁর বাড়ির সামনে ভিড় করেন ৷ কারও হাতে ছিল কেকের প্যাকেট, তো কারও হাতে ছিল দাদার জন্য বিশেষ উপহার । ছিল ফেস্টুন, ব্যানার ৷ এরমধ্যেই বাড়ি থকে চৌরাস্তায় নিজের অফিসে আসেন সৌরভ ৷ অনুগামীদের ধন্যবাদও জানান তিনি ৷ অনুগামীদের সঙ্গে কিছুক্ষণ সময়ও কাটান ৷ বিকালের দিকে মহারাজের বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মহারাজকে শুভেচ্ছা জানান তিনি ৷
Last Updated : Jul 8, 2021, 10:15 PM IST