Sitaram Yechury in Kolkata : লোকসভা নির্বাচনের পরেই জোটের পক্ষে সওয়াল সীতারাম ইয়েচুরির - Sitaram Yechury In Kolkata
🎬 Watch Now: Feature Video
লোকসভা নির্বাচনের আগে জোটের সমীকরণের বিরোধিতা করলেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury in Kolkata) । সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক 26তম রাজ্য সম্মেলনে যোগ দিতে এসে একথা জানিয়েছেন । নিজের যুক্তির সমর্থনে জোট সরকারের ইতিহাস তুলে ধরেন তিনি । 1977 থেকে 2004 সাল পর্যন্ত জাতীয়স্তরে যত জোট হয়েছে তা নির্বাচনের পরে সংগঠিত হয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি । তাই 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট তৈরি করে ভোটে যাওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না । তবে হিন্দুত্ববাদী বা বিজেপি বিরোধী ভোট একজোট করা প্রয়োজন রয়েছে বলে মনে করেন । জাতীয় স্তরে জোটে থাকা রাজনৈতিক দল রাজ্যস্তরের নির্বাচনে সমস্যায় পড়তে পারে বলা হচ্ছে। সীতারাম ইয়েচুরি বলছেন, রাজ্যস্তরে জোট বা পারস্পরিক লড়াই সংশ্লিষ্ট রাজ্যের রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করবে বলে মনে করেন । পাশাপাশি তিনি রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন । আনিশ খান মৃত্যু তদন্ত থেকে পৌরনির্বাচন পরবর্তী সময়ে জনপ্রতিনিধিদের খুন হওয়া এই রাজ্যের শাসকদলের ব্যর্থতা সামনে নিয়ে এসেছে বলে কটাক্ষ সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Sitaram Yechury In Kolkata