Filmy আড্ডা : রুদ্রনীল-তনুশ্রী-অভিরূপ শোনালেন নরখাদকের গল্প - রুদ্রনীল ঘোষের খবর
🎬 Watch Now: Feature Video
13 তারিখ মু্ক্তি পেতে চলেছে জ়ম্বিদের নিয়ে প্রথম বাংলা ছবি 'জ়ম্বিস্তান'। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ যে হারে ধ্বংস করছি আমরা, তার ফলে কোনও একদিন মানুষ হয়তো আর একজন মানুষকেই ছিঁড়ে খাবে। এরকম অভিনব অথচ বাস্তব সমস্যা নিয়ে তৈরি হচ্ছে 'জ়ম্বিস্তান'। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী ও রজতাভ দত্ত। রজতাভকে হৃদয়ে রেখে ETV ভারত সিতারার সঙ্গে আড্ডা দিলেন সবাই। দেখে নিন ভিডিয়ো...