টলিউডে নেপোটিজ়ম? মুখ খুললেন উঠতি অভিনেত্রী অনুশা - Madhumanti Daughter
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4297767-203-4297767-1567240406889.jpg)
দাদু তামিল ছবির পরিচালক এন. বিশ্বনাথন। বাবা অশোক বিশ্বনাথন একজন পরিচালক। আর মা বিখ্যাত সঞ্চালিকা ও অধ্যাপিকা মধুমন্তি মৈত্র। কার কথা বলছি বলুন তো? তিনি অনুশা বিশ্বনাথন। 'দুর্গা সহায়', 'ধনঞ্জয়', 'কিশোর কুমার জুনিয়র', 'জেনারেশন আমি'র মতো ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছেন তিনি। বাড়ির খুবই আদরের মেয়ে অনুশা। তবে আদরের পাশাপাশি কড়া শাসনও রয়েছে অভিভাবকদের থেকে। এখন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করছেন। খুব শিগগিরই মুক্তি পাচ্ছে অনুশা অভিনীত 'গোয়েন্দা জুনিয়'র ছবিটি। ইন্ডাস্ট্রিতে নিজের অভিজ্ঞতা, পরবর্তী কাজ সবকিছু নিয়েই কথা বললেন অনুশা। দেখে নিন ভিডিয়োতে...