'অভিযাত্রিক' ছবির wrap up পার্টিতে ETV ভারত সিতারা - Abhijatrik Wrap up party
🎬 Watch Now: Feature Video
শেষ হল শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'অভিযাত্রিক' ছবির শুটিং। সত্যজিৎ রায়ের অপুর ট্রিলজির অসমাপ্ত অংশ নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। এখানে অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। ছবিতে সংগীত পরিচালনাও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই দায়িত্ব পালন করেছেন বিক্রম ঘোষ। পোশাক পরিকল্পনায় ছিলেন অগ্নিমিত্রা পাল। এদিন প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলেন ETV ভারত সিতারার ক্যামেরায়। দেখে নিন ভিডিয়ো...