গডফাদারহীন তারকা অনিন্দ্য : আমার গডফাদার নেই বলেই স্ট্রাগলটা বেশি - Godfather less star Anindya Chatterjee
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6073069-936-6073069-1581700239886.jpg)
10 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েও এখনও নিজেকে নতুন মনে করেন অনিন্দ্য চ্যাটার্জি । তিনিই তাঁর পরিবারের প্রথম মানুষ যিনি অভিনয়ের দুনিয়ায় এসেছেন । মাটি কামড়ে এতদিন যখন কাটিয়ে ফেলেছেন এখানে, আরও বছর দশেক কেটে যাবে হেসে খেলে, বিশ্বাস অনিন্দ্যর । নিজের শিকড়কে না ভুলে আরও অনেক কাজ করতে চান তিনি, আরও প্রতিষ্ঠা পেতে চান ইন্ডাস্ট্রিতে । ETV ভারত সিতারায় আজকের গডফাদারহীন তারকার অতিথি অনিন্দ্য চ্যাটার্জি ।