মানুষ সিনেমা-থিয়েটার কিছুই পছন্দ করে না, শুধু সিরিয়াল পছন্দ করে : ব্রাত্য - Bengali serial
🎬 Watch Now: Feature Video
মঞ্চস্থ হল 'অঙ্গন বেলঘড়িয়া' প্রযোজিত নাটক 'টম অ্যান্ড জেরি'। অভিষেক গুপ্ত পরিচালিত এই নাটক দেখতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। ETV ভারত সিতারার ক্যামেরায় তিনি বললেন যে, এখন মানুষ কেবলমাত্র সিরিয়াল দেখতেই পছন্দ করেন। তবে তিনি এটাও মনে করেন যে, ভালো সিনেমা বা থিয়েটার দেখার অনেক মানুষ রয়েছেন। তাঁদের ভালোলাগাটাকে উসকে দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদেরই। 'টম অ্যান্ড জেরি' নাটকের পরিচালকও কথা বললেন তাঁদের নাটক নিয়ে। দেখে নিন ভিডিয়োতে...