অরূপ বিশ্বাসকে ফোঁটা দিতে মিমি-প্রিয়াঙ্কা-ঐন্দ্রিলা-জুন - Mimi Gives phonta to Arup Biswash
🎬 Watch Now: Feature Video
নবনীড় ভাইফোঁটায় অরূপ বিশ্বাসকে ফোঁটা দিলেন টলিউডের ডিভারা। তার মধ্যে সামিল মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, ঐন্দ্রিলা সেন, জুন মালিয়া সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকরাও। অনুষ্ঠান আলো করে ছিলেন প্রধান উদ্যোক্তা অরূপ বিশ্বাস। সবাই 'দাদা' অরূপের দীর্ঘায়ু কামনা করলেন ফোঁটা দিয়ে। শুধু তাই নয়, নিজের অ্যালবামের গান গাইলেন মিমি। আয়োজন ছিল সুস্বাদু খাবারের। সবকিছুর সাক্ষী থাকল ETV ভারত সিতারা।