খুব সুন্দরী এক মেয়ের প্রেমে পড়েছে ইন্দ্রদীপ : কৌশিক গাঙ্গুলি - Indradeep Dasgupta latest news
🎬 Watch Now: Feature Video
হ্যাঁ অবিবাহিত ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রেমে পড়েছেন এক পরমা সুন্দরী মেয়ের। সে খুবই অভিমানী, চঞ্চলা, অপ্রত্যাশিত। সেটা হল সিনেমা। সিনেমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ইন্দ্রদীপ। আর সেই প্রেম থেকেই তাঁর প্রথম পরিচালিত ছবি 'কেদারা'-র জন্ম। ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্পেশাল জুড়ি পুরস্কার পেয়েছে 'কেদারা'। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন কৌশিক গাঙ্গুলি। এছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, বিদিপ্তা চক্রবর্তী প্রমুখ। কৌশিক অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন যে, "ছবিটা ভালো হয়েছে। সবাই খুব ভালো কাজ করেছে। কৌশিক গাঙ্গুলি খুব ভালো অভিনয় করেছে।" 1 নভেম্বর মুক্তি পাচ্ছে 'কেদারা'। তার আগে ETV ভারত সিতারার সঙ্গে আড্ডা দিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ও কৌশিক গাঙ্গুলি। দেখুন ভিডিয়ো...