ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের নতুন আয়না 'লুক থ্রু' - সব্যাসাচী চক্রবর্তী
🎬 Watch Now: Feature Video
কলকাতা : ৭৩ তম স্বাধীনতা দিবসে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার নতুন উদ্যোগ 'লুক থ্রু' ম্যাগাজ়িন। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ইতিমধ্যেই 'বাতায়ন' বলে একটি ম্য়াগাজ়িন প্রকাশিত হয়। সেখানে বাংলা সিনেমা, ইন্ডাস্ট্রির ইতিহাস এবং ভবিষ্যৎ তুলে ধরা হয়। 'লুক থ্রু' ম্যাগাজ়িনেও সেভাবে বাংলা ছবি এবং ভারতীয় ছবির ইতিহাস তুলে ধরা হবে। পাশাপাশি এখনকার পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা তাঁদের মতামতও জানাতে পারবেন এই প্ল্যাটফর্মে। এদিনের এই বুক লঞ্চ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী, খেয়ালী ঘোষদস্তিদার, অরিন্দম গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, রাজ চক্রবর্তী,অশোক বিশ্বনাথন, সৌমিক হালদার,সুদেষ্ণা রায়, অনিন্দ্য সরকার, ফেডারেশনের পক্ষ থেকে অপর্ণা ঘটক সহ আরও অনেকে।