ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে 'মিতিন মাসি'-কে দেখতে মানুষের ঢল - Arindam Seal
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ কলকাতার একটি শপিং মলে মুক্তি পেল 'মিতিন মাসি'-র ট্রেলার । সুচিত্রা ভট্টাচার্যর 'মিতিন মাসি' সিরিজ়ের একটি গল্প অবলম্বনে প্রথম বড় পরদায় আসছে মিতিন মাসি । সাহসী তীর্যক নারী চরিত্রকে পরদায় দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন কোয়েল মল্লিক । অন্তত ট্রেলার তাই বলছে । কোয়েলকে চোখের সামনে দেখতে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো । অনুষ্ঠানের মাঝে ETV ভারত সিতারার সঙ্গে ছবি নিয়ে কথা বললেন কোয়েল, অরিন্দম শীল, শুভ্রজিৎ ও সংগীত পরিচালক বিক্রম ঘোষ ।