শেষ যাত্রায় রাহাত ইন্দোরি, স্মৃতিতেই থেকে যাবেন কবি - Urdu poet Rahat Indori last rite
🎬 Watch Now: Feature Video
11 অগাস্ট বিকেল পাঁচটার সময় শেষ নিশ্বাস ত্যাগ করে উর্দু কবি রাহাত ইন্দোরি । কোরোনায় আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশের শ্রী অরবিন্দ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । সোশাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছিলেন কবি । কিন্তু, সেরে ওঠা আর হল না তাঁর । 70 বছর বয়সে দুনিয়া ছাড়লেন তিনি । তাঁর শেষ যাত্রায় ETV ভারত ।