সোনাক্ষীর এক ধাক্কায় পড়ে গেলেন অক্ষয়, দেখুন ভিডিয়ো... - তাপসী পান্নু
🎬 Watch Now: Feature Video
'মিশন মঙ্গল'-এর প্রোমোশনে এসেছিল পুরো টিম। সোনাক্ষী সিনহার পাশে বসেছিলেন অক্ষয় কুমার। কথা বলছিলেন তিনি একমনে। হঠাৎই সোনাক্ষী সিনহা হাত দিয়ে এক ধাক্কা মারেন। উলটে পড়েন অক্ষয়। অবলীলায় সোনাক্ষী বললেন, "আমায় যারা বিরক্ত করে, আমি তাদের সঙ্গে এরকমই করি।" তবে তাপসীর পুরো ব্য়াপারটা ধরতে সময় লাগে না। তিনি জানিয়ে দেন যে, পুরো ব্যাপারটাই পূর্বপরিকল্পিত। দেখে নিন ভিডিয়ো..