SidNaaz Music Video : ভক্তদের দাবি মেনে বদলাল সিড-নাজের অপ্রকাশিত গানের নাম - শেহনাজ গিলের গান

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 19, 2021, 4:40 PM IST

বদলানো হল প্রয়াত টিভি স্টার সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) ও তাঁর চর্চিত গার্লফ্রেন্ড শেহনাজ গিলের (Shehnaaz Gill) অপ্রকাশিত মিউজিক ভিডিয়োর নাম ৷ আধুরার (Adhura) বদলে গানটির নতুন নাম দেওয়া হয়েছে হ্যাবিট (Habit) ৷ আধুরার প্রথম পোস্টার দিনকয়েক আগেই প্রকাশ্যে আনে সারেগামা ৷ ভক্তদের দাবি ছিল, এই মিউজিক ভিডিয়োর নাম দেওয়া হোক হ্যাবিট ৷ সিড-নাজের (SidNaaz) অনুরাগীদের আবেগের কথা মাথায় রেখে তাঁদের সেই ইচ্ছেপূরণ করল সারেগামা ৷ মিউজিক ভিডিয়োর নতুন নাম দেওয়া হয়েছে হ্যাবিট ৷ নয়া নাম দিয়ে সিদ্ধার্থ ও শেহনাজ জুটির শেষ গানের নতুন পোস্টার প্রকাশ্যে এনেছে সারেগামা ৷ তারা টুইটারে লিখেছে, "সিড-নাজের ভক্তরা, আমরা তোমাদের কথা শুনেছি ৷ হ্যাবিটের জন্য রাস্তা তৈরি করে দিয়েছি ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.