'জাহানারা'-র জমজমাট সেটে ETV ভারত - Bengali Serial
🎬 Watch Now: Feature Video
কলকাতা : জাহানারার সঙ্গে রুহানের বিয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর তাই একটা খুশির আবহ ধারাবাহিকে। অন্যদিকে আব্দুল খানের মামলার রায় বেরোনোর সময় এগিয়ে আসছে। সেই নিয়ে একটা চিন্তার আবহ। এই দুয়ে মিলে বেশ টানটান উত্তেজনা তৈরি হয়েছে 'জাহানারা' ধারাবাহিকে। ধারাবাহিকের সেটে পৌঁছে গেছিল ETV ভারত।